BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২১
আজকের সর্বশেষ সবখবর

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে: এমরান আলম


নভেম্বর ১১, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৭নং ওয়ার্ড শাখার কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা সোমবার (১০ নভেম্বর) বাদ এশা আখালিয়াস্থ ডলিয়া আবাসিক এলাকায় মহানগর নির্বাহী সদস্য শায়খ মাওলানা জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট শাখার নবনির্বাচিত সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম। বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল পীর মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ও সিলেট-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা এমরান আলম বলেন, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, এক বছরের ব্যবধানে যদি জুলাই অভ্যুত্থানের চেতনাকে ভুলে যান তাহলে জনগণও আপনাদের ভুলে যাবে। হাজার হাজার ছাত্র-জনতা কাউকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেয়নি; তারা বৈষম্য, অনাচার ও অবিচার দূর করার জন্য জীবন বাজি রেখেছিল। তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আন্দোলনরত ৮ দলের ৫ দফা দাবি বাস্তবায়ন করে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করুন।

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজিলস সিলেট মহানগরীর ৩৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কমিটি দায়িত্বশীলরা হলেন সভাপতি শায়খ মাওলানা জহুরুল হক, সহসভাপতি মাওলানা কমর উদ্দিন জালালাবাদী, হাজি জহুর মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক জমির উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ রাকিবুল হাসান, প্রচার সম্পাদক শাকিল আহমদ, সদস্য মাহবুব আহমদ, তাকমিন আহমদ, মাওলানা রায়হান আহমদ, মাওলানা আব্দুল্লাহ, আবুল খায়ের, আব্দুস শহীদ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।