BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৪৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ


নভেম্বর ১১, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ-৫৫ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে ভারতীয় প্রসাধনী, ফুচকা, বাংলাদেশি রাবার ও কয়েলসহ মোট ৪৩ লাখ ১৯ হাজার ৭০০ টাকার পণ্য উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

বিজিবি জানায়, তারা খবর পান যে সাতছড়ি–তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় চোরাচালান পণ্য পাচার হচ্ছে। সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে সেখানে টহল দল কৌশলগত অবস্থান নেয়।

একপর্যায়ে সন্দেহজনক একটি বালুবোঝাই ট্রাক বিজিবির টহল দলের কাছাকাছি এলে সংকেত দেওয়া হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়, যার মূল্য ৩৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

অপরদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির বিশেষ টহল দল রাজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৫৯ হাজার ৪০০ টাকার ভারতীয় ফুচকা জব্দ করে।

এছাড়া পৃথক দুটি অভিযানে ৩০০ কেজি রাবার, ২১০ প্যাকেট কয়েল, একটি মোটরসাইকেল ও তিনটি বাইসাইকেল জব্দ করা হয়, যার সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।

তিনি আরও জানান, জব্দকৃত সব মালামাল ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।