BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৯
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিএনএ সিলেট জেলা শাখা


নভেম্বর ৩, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

গতকাল রবিবার (২ নভেম্বর) দৈনিক যুগান্তরের প্রিন্ট ও অনলাইন সংস্করণে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সম্পর্কে একটি সংবাদ প্রকাশিত হয়, যার তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট জেলা শাখা এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সকল নার্সিং কর্মকর্তাবৃন্দ। সোমবার গণমাধ্যমে প্রেরিত এক প্রতিবাদ লিপিতে তারা গভীর উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বলেন, সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এতে গোটা নার্সিং সমাজ ব্যাথিত ও মর্মাহত হয়েছে। মুলধারার একটি গণমাধ্যমের নিকট তা আমরা কখনো আশা করিনি। তারা বলেন, প্রতিবেদনটি ফরমায়েশি, কল্পনা ও বিদ্বেষ প্রসূত। মনগড়া গল্প সাজিয়ে স্বনামধন্য নার্সিং অফিসারদের সুনাম নষ্ট করা হচ্ছে।

“ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ঘুষ সিন্ডিকেটের মাসে বাণিজ্য ৫০ লাখ টাকা, সিন্ডিকেটের হোতা দুই নার্স, টাকা দিলেই মিলে ট্রেনিং, সুবিধাজনক ডিউটি” শীর্ষক প্রকাশিত সংবাদটিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মীদের বিরুদ্ধে ঘুষ সিন্ডিকেট, ডিউটি বাণিজ্য, ট্রেনিং বাণিজ্য ও অন্যান্য গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বিএনএ সিলেট শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমদ দৃঢ়ভাবে তাঁর স্বাক্ষরিত প্রতিবাদ বার্তায় উল্লেখ করেছেন। এটি অসৎ উদ্দেশ্যে একটি চক্র কারসাজি করছে বলে প্রতিবাদ লিপিতে বলা হয়।

প্রতিবাদ লিপিতে সোহেল আহমদ জানান, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন একটি পেশাদার ও অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন। যার সাথে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নেই। নার্সরা সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাদের একমাত্র লক্ষ্য হল জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। প্রকাশিত সংবাদে তাদের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ অগ্রহণযোগ্য, অমূলক ও অপপ্রচারমূলক। তিনি বলেন, যদি কোনো সত্যিকার অভিযোগ থেকে থাকে সেক্ষেত্রে সেবা অধিদপ্তর ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে একটি স্বচ্ছ ও ন্যায়নিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হোক, যা প্রকৃত সত্য উন্মোচন করতে সক্ষম হবে।

সংবাদটিতে বিএনএ নেতা সোহেল আহমদ ও ইমরান আহমেদসহ অন্যান্য নার্সিং সদস্যদের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গঠনের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট ও কল্পনাপ্রসূত। এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করে সংবাদ মাধ্যম একটি পেশাজীবী সংগঠনের সুনাম ও মর্যাদাকে ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়েছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিবাদ বার্তায় বিএনএ সিলেট জেলা শাখা অবিলম্বে এই মিথ্যা ও অসত্য তথ্যে ভরপুর প্রতিবেদনটি প্রত্যাহার করতে দৈনিক যুগান্তর কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট শাখার পক্ষ থেকে এই মর্মে আশ্বাস দেওয়া হচ্ছে যে, নার্সিং কর্মকর্তারা সর্বদা নৈতিকতার সহিত তাদের পেশাদারিত্ব পালন করে আসছেন। সকল ধরনের অসত্য ও মনগড়া অভিযোগের বিরুদ্ধে আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।