সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে “বাংলাদেশের কর্মমুখী ও আত্মনির্ভরশীল যুবদের ঐক্য-ঘুষখোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের হাত থেকে দেশকে করবে মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর শনিবার প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপন করা হবে। ১ নভেম্বর প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫-কে সফলভাবে উদযাপনের লক্ষ্যে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ৩০ মিনিটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় ১ নভেম্বর শনিবার প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ সফলে শৃংখলা কমিটি সহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সভা থেকে ১ নভেম্বর জাতীয় যুব দিবস-এর ফিরিয়ে দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ ২৩ উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় ৩০ মিনিটের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সদস্য মোঃ জয়নাল আবেদীন, মৌলভীবাজার প্রতিনিধি সদস্য মীর মোঃ ছাইফুল ইসলাম, নিলমনি কান্ত চন্দ, সদস্য মোঃ ইয়াকুব, মোঃ রুবেল মিয়া, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মোঃ জুয়েল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া খান, শিশু প্রতিনিধি ফয়েজ হাসান ও মোঃ মারজান আহমদ।
৩০ মিনিট প্রস্তুতি সভা থেকে ১ নভেম্বর প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ সুরমা খোজারখলা স্কয়ারে সকাল ৯.৩০ ঘটিকায় যুব সমাবেশ, বেলা ১০.১৫ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ২০২৫-২০২৮ খ্রীষ্টাব্দের ৩ বছর মেয়াদী বিভাগীয় কমিটির শপথ অনুষ্ঠান, ১০.৩০ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান, ১১.০০ ঘটিকায় খোজারখলা স্কয়ার হতে কাজিরবাজার সেতু, তালতলা পয়েন্ট, বন্দরবাজার সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব শোভাযাত্রা এবং সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২.০০ ঘটিকায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং দুপুর ২.০০ ঘটিকায় সাংগঠনিক কর্মতৎপরতা ও জাতীয় যুব দিবস ২০২৫-এ যুব কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় যুব সংগঠকদের মধ্যে স্মারক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের এক-তৃতীয়াংশ যুবদের যুব প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।
