সিলেটবৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১
আজকের সর্বশেষ সবখবর

১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে ৩ দিনের কর্মসূচী গ্রহণ


অক্টোবর ৩০, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১ নভেম্বর প্রতীকী জাতীয় যুব দিবস সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১ নভেম্বর ২০২৫ শনিবার সিলেট কল্যাণ সংস্থার অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা করা হয়। বিশেষ প্রস্তুতি সভায় ১ নভেম্বর প্রতীকী জাতীয় যুব দিবস ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ৩ দিনের বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়।

কর্মসূচীর মধ্যে আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪.১৫ ঘটিকায় নগরীর সোবহানীঘাট পয়েন্ট হতে নাইওরপুল পয়েন্ট, জেলরোড পয়েন্ট, জিন্দাবাজার হয়ে উত্তর জল্লারপারস্থ সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত ১ নভেম্বর প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ কে স্বাগত জানিয়ে স্বাগত যুব শোভাযাত্রা, ৩১ অক্টোবর সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ১ নভেম্বর প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ সফলে ৩০ মিনিটের প্রস্তুতি সভা, আগামী ১ নভেম্বর প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ সুরমা খোজারখলা স্কয়ারে সকাল ৯.৩০ ঘটিকায় যুব সমাবেশ, বেলা ১০.১৫ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ২০২৫-২০২৮ খ্রীষ্টাব্দের ৩ বছর মেয়াদী বিভাগীয় কমিটির শপথ অনুষ্ঠান, ১০.৩০ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান, ১১.০০ ঘটিকায় খোজারখলা স্কয়ার হতে কাজিরবাজার সেতু, তালতলা পয়েন্ট, বন্দরবাজার সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য যুব শোভাযাত্রা এবং সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২.০০ ঘটিকায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং দুপুর ২.০০ ঘটিকায় সাংগঠনিক কর্মতৎপরতা ও জাতীয় যুব দিবস ২০২৫-এ যুব কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় যুব সংগঠকদের মধ্যে স্মারক প্রদান অনুষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করা হয়।

সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরীর পরিচালনায় ১ নভেম্বর প্রতীকী জাতীয় যুব দিবস ২০২৫ ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মীর ছাইফুল ইসলাম, যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে আব্দুল আজাদ চৌধুরী, শংকর বিশ্বাস, চিত্ত রঞ্জন দাস, সাংবাদিক ও সমাজকর্মী মোঃ সাহেদ আহমদ শান্ত, শাহ আরমান, সুহেল আহমদ, দ্বীপক রঞ্জন রায় তালুকদার ও সিলেট-১ আসনের মাইনরিটি জনতা পার্টির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শেখর চন্দ্র বোধ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।