সিলেটসোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫
আজকের সর্বশেষ সবখবর

শ্যামল সিলেটের বার্তা সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন আর নেই


সেপ্টেম্বর ২২, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগগ্রহী রেখে গেছেন।

সোমবার রাত ১০টার সময় মাছিমপুর জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এদিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক শ্যামল সিলেটের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও নির্বাহী সম্পাদক আবদুল মুকিত।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।