BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩০
আজকের সর্বশেষ সবখবর

দেশে কিডনি রোগে ভুগছে তিন কোটি ৮০ লাখ মানুষ


মার্চ ১৩, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : দেশে কোনো না কোনো কিডনি রোগে ভুগছে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ। এর মধ্যে প্রতিবছর প্রায় ৪০ হাজার কিডনি রোগী ডায়ালিসিসের ওপর নির্ভরশীল হন। শহর ও গ্রামাঞ্চলে সমানভাবে বাড়ছে এই রোগ।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ‘বিশ্ব কিডনি দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে স্বেচ্ছাসেবী সংস্থা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এ তথ্য জানায়। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পসের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ।

তিনি বলেন, বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম কারণগুলোর মধ্যে একটি কিডনি রোগ। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে কিডনি রোগের প্রকোপ বাড়ছে, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্থূলতার মতো অসংক্রামক রোগের কারণে।

বিশ্বব্যাপী প্রায় ৮৫ কোটি মানুষ শুধু দীর্যস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। এই সংখ্যা ডায়াবেটিস রোগীদের প্রায় দ্বিগুণ এবং ক্যান্সার রোগীদের প্রায় ২০ গুণ। মৃত্যুর কারণ হিসেবে কিডনি রোগ ১৯৯০ সালে ছিল ১৯তম স্থানে, বর্তমানে দাঁড়িয়েছে সপ্তম স্থানে। এভাবে চলতে থাকলে ২০৩০ সালে দখল করে নেবে পঞ্চম স্থান। আবার উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে কিডনি রোগ সবচেয়ে বেশি।

মূল প্রবন্ধে আরও বলা হয়, দারিদ্র্য, অসচেতনতা, চিকিৎসাসেবার অপ্রতুলতা ও অস্বাস্থ্যকর জীবনযাপন এই সমস্যাকে আরো বাড়িয়ে তুলছে। এই রোগ বাংলাদেশের জন্য একটি বড় অর্থনৈতিক ও স্বাস্থ্যগত সমস্যা। পক্ষান্তরে, কিডনি রোগের ব্যাপকতা, ভয়াবহতা, পরিণতি ও কারণ সম্পর্কে সচেতন থাকলে এবং স্বাস্থ্যসম্মত জীবন যাপন করলে ৬০-৭০ ভাগ ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ কিডনি রোগকে ‘নীরব দুর্যোগ’ বলে আখ্যায়িত করেছেন।

ক্যাম্পসের নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন বলেন, কিছু নিয়ম মেনে চললে কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।