BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৩
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু


জানুয়ারি ৩১, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : বিশ্ব ইজতেমায় আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। আব্দুল কুদ্দুস খুলনা জেলার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে।

তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার ফজরের নামাজের পর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। এই পর্ব হবে ছয় দিনব্যাপী। দুটি ধাপে অনুষ্ঠিত হবে এই পর্ব।

প্রথম ধাপ ৪১ জেলার মুসল্লি নিয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি। আর ২৩ জেলা নিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ হবে ৫ ফেব্রুয়ারি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।