রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম ::
মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু সুনামগঞ্জে ১৯জন হাফেজকে সংবর্ধনা আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেফতার যেসব গুণ থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায় দুই তারকা ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের ঠান্ডা, সর্দি-কাশির উপশমে খেতে পারেন যেসব খাবার প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি সিলেটে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ হবিগঞ্জে সীমান্ত এলাকায় সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাউয়াছড়ায় পর্যটকের ভিড়ে অস্বস্তিতে বন্য প্রাণী




খালুর বাড়ি বেড়াতে আসা তরুণীকে অপহরণ, গ্রেফতার ২

gh01 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে খালুর বাড়িতে বেড়াতে আসা এক তরুণীকে অপহরণের ঘটনায় যুবদলের নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত ১টার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- জাকারিয়া হাসান (২৬) ও মাসুম বিল্লাহ (২৩)। জাকারিয়া সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। আর মাসুম শ্যামনগর উপজেলা সদরের মাজাট গ্রামের বাসিন্দা।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, উদ্ধার হওয়া তরুণী শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসেন। রোববার সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বের হলে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে সাত-আটজন তাকে অপহরণ করে। একপর্যায়ে তরুণীর মোবাইল নম্বর থেকে তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে অপহরণকারী দুজনকে আটক করে। এসময় ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের এ কর্মকর্তা জানান, ভুক্তভোগী তরুণী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে সাত-আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেফতার দুজনকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে গত ৫ আগস্ট শ্যামনগর থানায় হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে জাকারিয়াকে থানার গেটের উপর দাঁড়িয়ে দেখা যায়।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD