BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৩
আজকের সর্বশেষ সবখবর

গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ লেখায় সড়ক অবরোধ করে বিক্ষোভ


জানুয়ারি ৫, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের সরকারি লাল বিহারী (এলবিপি) উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের চিত্রাঙ্কনের উপর ‘জয় বাংলা ও বাংলাদেশ ছাত্রলীগ’ লেখার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাঁচবিবি সরকারী লাল বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের পাঁচমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে পাঁচমাথা মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে এসে সমবেত হয়।

এ সময় জয়পুরহাট-হিলি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়েন শিক্ষার্থীরা। এদিকে সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল করায় সড়কে যানজট সৃষ্টি হয়। এতে কিছুক্ষণের জন্য ভোগান্তির ভোগান্তিতে পরেন বাস যাত্রী, বিভিন্ন যানবাহনের চালকসহ পথচারীরা। খবর পেয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। হই হই রই রই, ছাত্রলীগ গেল কই, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত।

শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষার্থী আল আমিন, আজিজুর রহমান, ওবায়েদুল হক ও আল মাহামুদ সানি প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন- পাঁচবিবি সরকারি লাল বিহারী উচ্চ বিদ্যালয়ের দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের রঙ-তুলির আঁচড়ে জুলাই বিপ্লবের যেই শিল্পকর্ম আঁকিয়েছেন। সেই চিত্রাঙ্কনের উপর রাতের আঁধারে ‘জয় বাংলা ও বাংলাদেশ ছাত্রলীগ’ লেখার সাহস কি করে তারা পায়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের খুঁজে বের করে গ্রেপ্তারের হুঁশিয়ারি দেন পুলিশকে। গ্রেপ্তার না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিবেন বলেও জানান তারা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।