BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৪
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন সফল করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ


নভেম্বর ১৯, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

গত ১৭ নভেম্বর সোমবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন ২০২৫ সফল করায় সিলেটবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট।

সিলেট বিভাগের প্রথম উচ্চতর গবেষণামূলক ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল খাইরের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবদুল মুনতাকিম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ইসলামি বিশ্বের প্রভাবশালী আলেম মাওলানা ফজলুর রহমান সাহেবের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার উলামা-মাশায়েখ, তালিবানে ইলম ও জনসাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। এ জন্য সকলের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মেলন সফল করতে বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ অসাধারণ নিষ্ঠা, সহযোগিতা ও পরিশ্রম দেখিয়েছেন। তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

বিশেষত: জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা (উত্তর-দক্ষিণ) ও সিলেট মহানগরের নেতৃবৃন্দ, ছাত্র জমিয়ত, যুব জমিয়ত, জাতীয় ইমাম সমিতির সিনেট মহানগর ও জেলা নেতৃবৃন্দ, জামেয়াতুল খাইরের সম্মানিত শিক্ষক এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীগণ, কওমী ঘরাণার সকল ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, এই সম্মেলনের মাধ্যমে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি বিশ্বমানবতার সমর্থন আরও দৃঢ় হোক, এবং আমাদের এ প্রচেষ্টা কবুল হোক। সকলকে মহান আল্লাহ উত্তম বিনিময় দান করুন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।