শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : রাজধানীর মহাখালীতে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ বক্সের সামনে দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো মহাখালী এলাকা।
সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ভেতর থেকে রাজধানীর মহাখালী রেলগেটে পুলিশ বক্সে আগুন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ছয়টার পর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ বক্সে আগুন দেওয়া হয় এবং মোটরসাইকেলগুলো পুড়িয়ে দেওয়া হয়।
ওই সময় বক্সের ভেতরে পুলিশের একজন কর্মকর্তা ছিলেন। আগুন দেওয়ার পর তিনি দৌড়ে বেরিয়ে আসেন। তিনি বলেন, অল্পের জন্য প্রাণে বেঁচেছি। একটু দেরি হলেই মারা যেতে পারতাম।
এদিকে প্রায় আধা ঘণ্টা সংঘর্ষের পর এখন সেখানকার অবস্থা কিছুটা শান্ত। সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করছে।
মহাখালী বাস টার্মিনালের দিকে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আর পুলিশের অবস্থান ছিল আমতলীর দিকে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। অপরদিকে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুঁড়ে।