বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে আগামী ২০ ডিসেম্বর সিলেট আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। এদিন সিলেট থেকে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। সেই সঙ্গে সিলেটের আলিয়া মাদরাসা ময়দানে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে বক্তৃতা করবেন।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে সিলেট। চারিদিকে যেন সাজসাজ রব বিরাজ করছে। রাস্তা ঘাটে নতুৃন করে লাগানো হয়েছে আলোকবাতি। দলীয়ভাবে সমাবেশ সফল করতে নেতাকর্মীরা দিনরাত নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন।
এরই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধানমন্ত্রীর সিলেট আগমনকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল ও পথসভা সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগরের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, জেলার সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমদের নেতৃত্বে সিলেট রেজিষ্ট্রারি মাঠ থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় পথসভাস্থলে এসে শেষ হয়।