বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:১৮ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীকে সকল মামলায় জামিন থাকা স্বত্ত্বেও বাসা থেকে জোরপূর্বক গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক ও সাধারণ সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ কয়ছর আহমদ।
এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, অবৈধ আওয়ামী সরকার ক্ষমতার মসনদ কুক্ষিগত করে রাখতে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলনে অগ্রগামী দেশপ্রেমিক বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার করে যাচ্ছে। তারই শিকার সিলেট জাতীয়তাবাদী বিএনপির অন্যতম সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা আব্দুল কাইয়ুম জালালী পংকী। আমরা এমন জোরপূর্বক গ্রেফতারের তব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, মানুষের মৌলিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো বিকল্প নেই। সেই দিন বেশি দূরে নয়, যখন দেশে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার বিদেশে সুচিকিৎসা হবে এবং দেশনায়ক তারেক রহমান গণতন্ত্রকামী মানুষের মুখে হাসি ফোটাবেন।