BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ


মে ১৫, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৫ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান নিজ দপ্তরে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য সরকারীভাবে বরাদ্ধ অর্থ সহায়তা তুলে দেন।

সাম্প্রতিক সময় উপজেলার নোয়াপাড়া ও জগদীশপুর ইউনিয়নে সংঘটিত অগ্নিকান্ডে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্থ হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান জানান, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আজ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। কিছুদিন আগে উল্লেখিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেকটিকে ২ বান্ডিল করে ঢেউটিন দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই মৌসুমে অগ্নিকান্ডজনিত কারনে অনাকাঙ্খিত ক্ষয়ক্ষতি রোধে আমাদের আরেকটু সতর্ক হওয়া দরকার।

আমাদের একটু সতর্কতা আমাদেরকে বড় রকমের দুর্বিপাক থেকে রক্ষা করতে পারে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।