নির্বাচনী প্রচারণার চেনা স্লোগান আর আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আবারও মাঠে নামলেন হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)। বৃহস্পতিবার বাদ যোহর নগরীর মেন্দিবাগ পয়েন্ট এবং ২৪ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও সাদিপুর এলাকায় গণসংযোগকালে তার কার্যক্রমে মানবিকতা ও আন্তরিকতার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে।
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শ্রমজীবী মানুষ, দোকানি, রিকশাচালক ও পথচারীদের সঙ্গে থেমে থেমে কথা বলেন তিনি। শুধু ভোটের অনুরোধ নয়—মানুষের অভাব, অভিযোগ ও প্রত্যাশার কথাও মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই বলেন, এই প্রথম কোনো প্রার্থী তাদের কাছে এসে এমন আপন ভঙ্গিতে কথা বলছেন।
গণসংযোগকালে মাহমুদুল হাসান বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার সিঁড়ি নয়, এটা মানুষের সেবা করার মাধ্যম। দায়িত্ব নিতে, মানুষের পাশে দাঁড়াতে এবং ন্যায়ের পথে সমাজ গড়তেই আমরা প্রস্তুত। আপনারা বিশ্বাস রাখলে ইনশাআল্লাহ কথা নয়, কাজ দিয়েই তার প্রমাণ দেব।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাতপাখা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মানুষের আগ্রহ প্রার্থীকে ঘিরে বাড়তে থাকা সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে সিলেট-১ আসনের বিভিন্ন পাড়া-মহল্লা ও জনবহুল এলাকায় মানুষের দোরগোড়ায় গিয়ে কথা বলার এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে প্রতিটি মানুষের কাছে সেবার রাজনীতির বার্তা পৌঁছে দেওয়া যায়।
