স্পোর্টস ডেস্ক : বিশাখাপত্তনমে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২১৫ রানের পাহাড় গড়ে সফরকারীরা। রান তাড়ায় ৮ বল আগেই ১৬৫ রানে গুটিয়ে যায় ভারত। যদিও প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক দল। রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই বড় ধাক্কা খায় ভারত। ম্যাট হেনরির বলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অভিষেক শর্মা। দ্বিতীয় ওভারের শেষ বলে আউট হন অধিনায়ক সূর্যকুমার যাদবও। তৃতীয় উইকেটের জুটিতে ৪৬ রান যোগ করেন সঞ্জু স্যামসন ও রিঙ্কু সিং। ১৫ বলে ২৪ রান করে ফেরেন স্যামসন। ৩০ বলে ৩৯ রানের অবদানে তার পথ ধরেন রিঙ্কুও। এরপরই বিধ্বংসী রূপ ধারণ করেন দুবে। ছয়ে নামা এ বাঁহাতি ব্যাটারের ১৫ বলে করা ফিফটি ভারতের হয়ে তৃতীয় দ্রুততম। তবে পঞ্চদশ ওভারে এক প্রকার ভাগ্যের কাছেই হার মানতে হয় দুবেকে। হর্ষিত রানার খেলা সোজাসুজি বল বোলার হেনরির আঙুল ছুঁয়ে স্টাম্পে আঘাত করে। নন স্ট্রাইক প্রান্তে থাকা দুবে হয়ে যান রান আউট। ২৪ বলে ৭ ছক্কা ও ৩ চারে ৬৫ রান আসে তার ব্যাট থেকে। এরপর কেউ ভিত গড়তে পারেননি। একের পর এক বাকি চার উইকেট হারিয়ে দ্রুতই গুটিয়ে যায় ভারত। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন অধিনায়ক মিচেল স্যান্টনার।
প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার কনওয়ে এবং টিম সাইফার্ট। অষ্টম ওভারে দলীয় শতরানে তাদের জুটি ভাঙতে সক্ষম হন কুলদীপ যাদব। ২৩ বলে ৪৪ রানে ফেরেন কনওয়ে। পরের ওভারে আউট হন সাইফার্টও (৩৬ বলে ৬২)। ১৮ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৯ রানে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল। আগামী শনিবার তিরুবনন্তপুরমে সিরিজের শেষ ম্যাচে নামবে দু’দল।
