BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৬
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি এখন সত্যিকার অর্থেই ক্ষমতার দ্বারপ্রান্তে: নাসের রহমান


জানুয়ারি ২৬, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান বলেছেন, বিএনপি এখন ক্ষমতার দ্বারপ্রান্তে এবং দলটি সামনের দরজা দিয়েই ক্ষমতায় যাবে। তিনি বলেন, “একটা দলের নেতা কয়েক মাস আগে ক্ষমতার দ্বারপ্রান্ত শব্দটি ব্যবহার করেছিলেন। আজ আমি বলতে চাই—বিএনপি এখন সত্যিকার অর্থেই ক্ষমতার দ্বারপ্রান্তে। আমরা সামনের দরজা দিয়েই ক্ষমতায় যাবো। বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায়নি।”

সোমবার (২৬ জানুয়ারি) বেলা দুইটায় শহরের কোর্ট রোডে প্রেসক্লাব মোড়ে মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমানের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এম নাসের রহমান বলেন, তাঁর নির্বাচনী এলাকার দুই থানা এবং মৌলভীবাজার পৌরসভার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ। “ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে আমার প্রধান কাজ হবে গ্রামীণ রাস্তা সংস্কার করা। এটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়। পৌরসভা হোক, ইউনিয়ন হোক কিংবা থানা—সব জায়গায় সমানভাবে উন্নয়ন কাজ করা হবে,” বলেন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।