BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১২
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে হবে সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন’


জানুয়ারি ২৬, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)-এ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে জি-টু-জি কাঠামো থেকে বাদ দেয়া হয়েছে।’ সেই জায়গা খালি আছে, সেখানকার প্রায় ৮৫০ একর জমিতে হবে এ জোন।

সোমবার (২৬ জানুয়ারি) বেজার গভর্নিং বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, সিদ্ধান্ত হয়েছে, আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটাকে বলে, সামরিক অস্ত্র বা সামরিক শিল্পে যে প্রোডাকশন, সেটা নিয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা করছি। আমরা মনে করি, এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে। একদম পিওর ইকোনমিক পয়েন্ট অব ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি বাড়ছে এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে। আর একই সঙ্গে আমরা এটাও দেখেছি, বৈশ্বিক যে অবস্থা সেখানে আসলে সমরাস্ত্র তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি।

আশিক চৌধুরী জানান, কারণ যখন সাপ্লাই শর্টেজ হয় তখন আসলে যুদ্ধক্ষেত্রে আপনার কাছে যদি আসলে বন্দুকের গুলি না থাকে, সেক্ষেত্রে আর ওখানে গিয়ে আপনার যুদ্ধ করার কোনও সুযোগ নাই এবং অনেকগুলো রিসেন্ট যুদ্ধে দেখা গেছে, যে জায়গায় সাপ্লাই শর্টেজ সেই শর্টেজটা আসলে হাই টেকনোলজি আইটেমে না। ৫ম বা ৬ষ্ঠ জেনারেশন ফাইটার নিয়ে শর্টেজ না শর্টেজটা হচ্ছে বুলেটে, শর্টেজটা হচ্ছে ট্যাংকের এক্সেলে। ওই জায়গাগুলোতে আমরা আসলে কোন রোল প্লে করতে পারি কিনা, এটা নিয়ে অনেকদিন ধরে আর্ম ফোর্সেস ডিভিশন বেজা এবং প্রধান উপদেষ্টার কার্যালয় মিনিস্ট্রি অব ডিফেন্স সবাই মিলে কাজ করছে।

তিনি বলেন, আমরা আজকে এই প্রপোজালটা বেজার গভর্নিং বোর্ডে নিয়ে গেছিলাম—মিরসরাইতে আমরা প্রায় ৮৫০ একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করবো, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্ক হবে। এই জায়গাটা এই মুহূর্তে খালি আছে। এটা গত বছরের জুন পর্যন্ত আসলে ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে আইডেন্টিফাই করা ছিল, তো আপনারা অনেকে শুনেছেন, ওই প্রকল্পটা বাতিল হয়ে গেছে, তো ওই জায়গাটা এভেলেবল ছিল। আমরা ওই জায়গাটাকে এখন প্রিপারপাস করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে ইয়ারমার্ক করছি এবং সেটা আমাদের মাস্টার প্লানে বেজার মাস্টার প্ল্যানে এটাকে অন্তর্ভুক্ত করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।