BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৯
আজকের সর্বশেষ সবখবর

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল


জানুয়ারি ২৬, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিগ বস খ্যাত অভিনেত্রী সানা খান বলিউড ছেড়েছেন সেই ২০২০ সালে। কাজি মুফতি আনাস সৈয়দকে বিয়ের পর গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে বেছে নিয়েছেন ধর্মের পথ। সফল অভিনেত্রী থেকে পুরোদস্তুর সংসারী এবং ধর্মপ্রাণ সানার জীবনযাপন নিয়ে প্রায়ই আলোচনা হয়। তবে এবার ‘বিগ বস ১৯’ খ্যাত বসির আলির সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বসিরের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে আপত্তি জানাচ্ছেন সানা। নেটিজেনদের প্রশ্ন—পরপুরুষ বলেই কি এই দূরত্ব?

ঘটনাটি ঘটে সানা ও তার স্বামী মুফতি আনাসের পডকাস্টের একটি পর্ব শেষে। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসির আলি। অনুষ্ঠান শেষে পাপারাজ্জিরা সানা ও বসিরকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করলে সানা মিষ্টি হেসে তাতে আপত্তি জানান। তিনি স্পষ্ট করে দেন, তিনি মাঝখানে তার স্বামী মুফতিকে রেখে তবেই ছবি তুলবেন। পরিস্থিতি সামাল দিতে বসির আলিও বেশ বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি বলেন, “আমাদের এমন দূরত্বই থাকবে। আমরা তিনজন মিলে একটা দল।” শেষমেশ মুফতি আনাসকে মাঝখানে রেখেই ছবি তোলা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।