মাধবপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় হাটবাজার, চা-বাগান, গ্রামাঞ্চল ও সামাজিক অনুষ্ঠানগুলোতে ব্যাপক কর্মসূচি পালন করা হচ্ছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রচারণার তৃতীয় দিনে এলাকায় ভোটের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত লিফলেট বিতরণ, পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। দলের ভেতরে থাকা মতপার্থক্য নিরসনের মাধ্যমে সবাই সম্মিলিতভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন বলেও জানান তারা।
সম্প্রতি চুনারুঘাটে বিএনপির একটি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। এতে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে জনগণ।
এদিকে তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় প্রচারণাকালে বিএনপির একাধিক নেতা চা-শ্রমিকদের জীবনমান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়গুলো তুলে ধরেন। তারা শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে ভবিষ্যতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে বহরা ইউনিয়ন, মাধবপুর পৌরসভা ও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থানীয় নেতারা। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্বের কথা তুলে ধরা হয়।
মাধবপুর পৌরসভা ও আশপাশের এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন দলের নেতৃবৃন্দ। তারা জানান, এবারের নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সাধারণ ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
শনিবার ইটাখোলা গ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন, নির্বাচিত হলে মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।
