BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৬
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা মামুনুল হকের বক্তব্যের তীব্র নিন্দা সিলেটের ১০১ তরুণ আলেমের


জানুয়ারি ২৫, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক কর্তৃক আলেম সমাজের নাম ব্যবহার করে একটি বিশেষ রাজনৈতিক প্রতীকের পক্ষে সমর্থন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের ১০১ জন তরুণ আলেম।

সম্প্রতি এক নির্বাচনী সভায় মাওলানা মামুনুল হক বলেছিলেন, “আমি বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে অমুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি।” উনার এই বক্তব্যকে ‘ডাহা মিথ্যা’ এবং ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছেন সিলেটের আলেম সমাজ। বিবৃতিতে তারা প্রশ্ন তোলেন, “উনাকে বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে কথা বলার দায়িত্ব কে দিয়েছে?”

বিবৃতিতে স্বাক্ষরকারী আলেমদের মধ্যে রয়েছেন—মাওলানা কবীর আহমদ, মাওলানা আসআদ উদ্দিন, মাওলানা এডভোকেট এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল ওয়াদুদ বাগেরখালী, মাওলানা বাহাউদ্দীন বাহার, হাফিজ মাওলানা মাসউদ আযহার, মাওলানা রেজাউল করিম রাজু, হাফিজ মাওলানা শাহীদ হাতিমী, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা মাসুম আল মাহদী, মুফতী সিরাজুল ইসলাম, মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা ইমরান হোসাইন চৌধুরী, মাওলানা ফরহাদ কোরাইশী, মুফতী আশরাফ হোসাইন ফুআদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সায়েম আহমদ, মাওলানা খলিলুল্লাহ মাহবুব, মাওলানা রেজওয়ান আহমদ, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আব্বাস আল মাহমুদ, মাওলানা আবুল হাসানাত, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ সালমান, মাওলানা আব্দুল হাসিব খান, মাওলানা এনামুল হক, মাওলানা ফখরুল ইসলাম ইমরান, হাফিজ জুবায়ের আহমদ, মাওলানা ফজলুল করিম, হাফিজ জাকির হোসাইন, হাফিজ জামিল আহমদ, মাওলানা আবু হানিফ সাদি, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা হাফিজ সোহাইল আহমদ, মুফতি নোমান সালেহ, দায়ী মুহাম্মদ দিলদার হোসাইন, মাওলানা তাহমিদ হাসান, মাওলানা আবু তালহা তোফায়েল, হাফিজ আব্দুল্লাহ আল মামুনসহ সিলেটের ১০১ জন তরুণ আলেম।

বিবৃতিতে আলেমগণ বলেন, ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আলেম সমাজের নাম ব্যবহার করা অনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তারা এ ধরনের উসকানিমূলক এবং মিথ্যা বক্তব্য থেকে মাওলানা মামুনুল হককে বিরত থাকার আহ্বান জানান।

বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, আলেমদের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে এবং জনগণকে এই ধরনের বিভ্রান্তিকর কথায় কান না দেওয়ার অনুরোধ জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।