BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৭
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮০


জানুয়ারি ২৫, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে সাতজনের প্রাণহানি এবং ৮০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আজ শনিবার দেশটির একজন দুর্যোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ভারী বৃষ্টিপাতের ফলে গতকাল রাত ২টা ৩০ মিনিটে পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে এ ভূমিধস হয়। এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

জাতীয় দুর্যোগ সংস্থা (বিএনপিবি)-র মুখপাত্র আব্দুল মুহারি বলেন, আজ শনিবার ভোরে পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং রিজেন্সিতে একটি ভূমিধসের ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

ইন্দোনেশিয়ায় বর্ষাকালে বন্যা ও ভূমিধস সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত স্থায়ী হয়।

গত বছরের শেষের দিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে গ্রীষ্মমন্ডলীয় ঝড় এবং তীব্র মৌসুমি বৃষ্টিপাতের ফলে ইন্দোনেশিয়ার সুমাত্রার রেইন ফরেস্ট থেকে শ্রীলঙ্কার উচ্চভূমির বৃক্ষরোপণ পর্যন্ত মারাত্মক ভূমিধস এবং বন্যা দেখা দেয়।

বিএনপিবি-এর তথ্য অনুযায়ী, সুমাত্রার ওই বন্যায় প্রায় ১ হাজার ২০০ জনের প্রাণহানি হয় এবং ২ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন।

পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অবাধে বন উজাড়ের ফলে পাহাড়ি এলাকায় মাটি আলগা হয়ে ভূমিধস এবং সমতলে বন্যার তীব্রতা বেড়েছে, যার ফলে কাদামাটির স্রোত জনবসতিতে ঢুকে পড়ে।

এই মাসে ইন্দোনেশিয়ার সিয়াউ দ্বীপে প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু হয়। সূত্র: এএফপি

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।