BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে রেলের টয়লেটের ভেতর থেকে ভারতীয় বিস্ফোরক উদ্ধার


জানুয়ারি ২৪, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে রেলের টয়লেটের ভেতর থেকে ভারতীয় বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমার জৈনপুর শিববাড়ি এলাকায় রেলওয়ের পুরাতন টয়লেটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে ভারতীয় ৬টি পাওয়ার জেল ও ৫টি নন ইলেকট্রিক ডেটোনেটর। পরে জিডিমুলে বিস্ফোরকগুলো দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করে র‌্যাব।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে সন্ত্রাসীরা বিস্ফোরকগুলো রেখেছিল। এর সাথে জড়িতদের চিহ্নিত করতে র‌্যাব কাজ করছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।