BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৯
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্নের সিলেট গড়তেই মাঠে নেমেছি: মাহমুদুল হাসান


জানুয়ারি ২৪, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) নির্বাচনী প্রচারণা করেছেন। শনিবার সিলেট সদর উপজেলার ৭ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগকালে মাহমুদুল হাসান স্থানীয় বাজার, সড়ক ও জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এসময় তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

প্রচারণাকালে তিনি বলেন, “সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ সিলেটকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব।” তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতির জন্য নয়, বরং মানুষের অধিকার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহণ করেছে।

গণসংযোগে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও দলীয় কর্মীরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, নির্বাচনের পূর্ব পর্যন্ত সিলেট-১ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি চালানো হবে। যাতে জনগণের কাছে হাতপাখা প্রতীকের বার্তা পৌঁছে দেওয়া যায়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।