BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৩
আজকের সর্বশেষ সবখবর

দেশকে বাঁচাতে, গণতন্ত্রের সূচনা করতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান


জানুয়ারি ২২, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গণতন্ত্রের সূচনা ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুরে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি ধানের শীষের পক্ষে ভোট চান।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে একটি দল একটি দেশকে দাসখত দিয়েছিল, গত ১৬ বছর আরেকটি দল একই কাজ করেছে। তাই দেশকে বাঁচাতে, গণতন্ত্রের সূচনা করতে ও মানুষের ভাগ্যের পরিবর্তনে ধানের শীষে সিল মারতে হবে। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল, যাদের ভূমিকা ৫০ বছর আগে আমরা দেখেছি। তারা নিরীহ মা-বোনদের বাড়িতে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এটি মুনাফেকি নয়, রীতিমতো শিরক। তারা ৭১ সালে মানুষ হত্যা করেছে। এখন বহু মানুষকে বিভ্রান্ত করে শিরকের অন্তর্ভুক্ত করছে।

বিএনপি চেয়ারম্যান হুঁশিয়ার করে বলেন, যারা ভোটের আগে ধর্মীয় অনূভুতিতে আঘাত করে লোক ঠকাচ্ছে, তারা ক্ষমতায় গেলে কীভাবে ঠকাবে চিন্তা করেন।

এর আগে, সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নিজের প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। এজন্য বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।

তিনি বলেন, উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে অর্থ লুট করে নেওয়া হয়েছে। এই অবস্থার উন্নয়ন করতে চাই।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। রাজনৈতিক, বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর অনেককে হারিয়েছি। গত ১৬ বছর ব্যালট ছিনতাই হয়েছে, আমি-ডামি, নিশিরাতের নির্বাচন হয়েছে, আমরা দেখেছি।

তিনি আরও বলেন, যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে হত্যা করেছে। গুম-খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে।

লাখ লাখ মানুষের এই জমায়েতের জন্য হাজারো মানুষ ২০২৪ সালে জীবন দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামীরা। ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতাকে রক্ষা করেছে।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

এ সময় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।