সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বিনোদনধারা ও সংস্কৃতির প্রকাশভঙ্গিতে এসেছে আমূল পরিবর্তন। একসময় যেখানে কনসার্ট, মিউজিক ফেস্টিভাল কিংবা পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে আলোচনার কেন্দ্রে থাকতেন কেবল সংগীতশিল্পীরাই, আজ সেখানে সমান দীপ্তি ছড়ান সিনেমা, নাটক ও সিরিজের নায়ক-নায়িকারা। গান আর অভিনয়ের সীমানা পেরিয়ে নাচের উপস্থাপনা দিয়ে অনবদ্য করে তোলেন মঞ্চ।
মঞ্চে বাজতে থাকা জনপ্রিয় গানের তালে তালে অভিনেত্রীদের নাছের ছন্দ আয়োজনকে নিয়ে যায় ভিন্ন উচ্চতায়। ঢাকাই শোবিজে এই ধারা বলা যায় বহুদিনের; যা আগে ক্ল্যাসিক্যাল নৃত্য উপস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন শুরু হয়েছে ড্যান্স নাম্বার গানের সঙ্গে কোমর দোলানো। এসব পারফর্ম আবার সামাজিক মাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়ছে হুড়মুড় করে। অনুষ্ঠানে উপস্থিত দর্শক যেমন তা দেখছেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেখার সুযোগ পাচ্ছেন অনুপস্থিত দর্শকরাও।
ঢাকাই সিনেমার অনেক নায়িকাই নিয়মিত এই স্টেজ পারফর্ম নিয়ে ব্যস্ত সময় কাটিয়ে থাকেন। তবে মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামাল–তিনজনকে তুলনামূলক কম দেখা গেছে।
সাম্প্রতিক সময়ে তারাও মঞ্চে
ছড়াচ্ছেন আলো, হয়ে ওঠেন স্মরণীয়। সম্প্রতি বিপিএলের মাঠে তানজিন তিশার অনবদ্য পারফরম্যান্স দর্শককে উচ্ছ্বাসে ভাসিয়েছে। অন্যদিকে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৫-এর মঞ্চে মেহজাবীন ও সুনেরাহর শক্তিশালী ও পরিমিত নৃত্য পরিবেশনা যেন পুরো আয়োজনকে কাঁপিয়ে দিয়েছে।
নাচের প্রতি টান থেকেই মঞ্চে তিশা
ইউটিউব কিংবা ফেসবুকের ভিডিওর অপশনের দিকে চোখ রাখলেই যেন তানজিন তিশার স্টেজ পারফরম্যান্সের শর্টস ও রিলসে সয়লাব। কখনও ক্ল্যাসিক্যাল নাচ, কখনও আবার পার্টি গানের তালে তালে নাচ। যার মিলিয়ন মিলিয়ন ভিউ। এই সূত্র ধরেই যোগাযোগ অভিনেত্রীর সঙ্গে। জানান, ‘অভিনয়ের পাশাপাশি স্টেজ পারফর্ম করা আমার সবচেয়ে প্রিয়।’ গত ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচের পর অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতান তিশা। রুপালি চুমকি বসানো গ্লিটারি টপস এবং নিয়ন রঙের কার্গো স্টাইলের প্যান্ট, গলায় ভারী পাথরের নেকলেস, কানে ছোট টপ ইয়ারিংস এবং চোখের কোণে স্টোন ব্যবহার, আর পায়ে ছিল অফ-হোয়াইট হিলের স্নিকার বুটে স্টেজ পারফর্ম করে বিপিএলের মতোই ছক্কা হাঁকিয়েছেন এই অভিনেত্রী। নাচের সেই ভিডিওগুলো সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। এর রেশ কাটতে না কাটতেই তিশাকে দেখা গেল ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৫’-এর মঞ্চ মাতাতে। দুই অনুষ্ঠানের নাচের ভিডিওতেই তিশার দখলে চলে যায় ফেসবুকের রিলসদুনিয়া। তিশা বললেন, ‘নাচটা আমি হৃদয় দিয়ে করি, ছোটবেলা থেকেই নাচ আমার ভালোবাসার জায়গা।’ মঞ্চে যখন পারফর্ম করেন তখন তিশা আপাদমস্তক একজন নৃত্যশিল্পী। ভুলে যান অভিনেত্রী তিশাকে।
প্রথমবার মঞ্চে সুনেরাহ
গত কয়েক সপ্তাহ ধরে ‘বড় লোকের বেটি লো’ গানের সঙ্গে নাচের একটি ভিডিও রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যমে; যিনি পারফর্ম করছেন তাঁকে প্রথম দেখায় চেনা মুশকিল হয়ে যায়। একটু স্থিরতা নিয়ে তাকিয়ে থাকার পর বোঝা যায় তিনি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সেই ভিডিওর সূত্র ধরেই যোগাযোগ তাঁর সঙ্গে। ভিডিওটি নিয়ে কথা বলতে গিয়ে যেন লজ্জায় গলার সুর অন্যরকম হয়ে আসে তাঁর। কারণ, নায়িকা পরিচয়ে পরিচিত হওয়ার পর এটিই হচ্ছে সুনেরাহর প্রথম কোনো স্টেজ পারফরম্যান্স। সুনেরাহ বললেন, ‘ছোটবেলায় আমি নাচতাম। ক্ল্যাসিক্যাল ড্যান্স শিখেছি তখনই। সে সময় অনেক আয়োজনের মঞ্চে নাচের পারফর্ম করতাম। বড় হওয়ার পর কখনও স্টেজ শোতে পারফর্ম করা হয়নি। আমার প্রথম সিনেমা ন ডরাইয়ের পর থেকে অনেক শোতে পারফর্ম করার প্রস্তাব এসেছে কিন্তু করা হয়নি। সেটি কেন হয়নি বলতে পারছি না। করবো করবো করে আর করা হয়নি। এবার ঢালিউডে অ্যাওয়ার্ড শোতে নাচের প্রস্তাব এলো। অবাক হবেন আমি মাত্র এক ঘণ্টার রিহার্সালে পারফর্ম করেছি। স্টেজে যাওয়ার পর কীভাবে কী ঘটে গেল বুঝতে পারিনি।’
মঞ্চে নিয়মিত মেহজাবীন
নাটকের অভিনয়ে নেই মেহজাবীন চৌধুরী। পুরোপুরি মনোযোগ এখন সিনেমা নিয়ে। পাশাপাশি ওটিটি কনটেন্টেও অভিনয় করছেন তিনি। নতুন বছরে হয়তো সিনেমার পাশাপাশি বেশ কিছু ওটিটি কনটেন্টের খবর আসবে তাঁর। এ সবের বাইরে মেহজাবীনের এখন তুমুল ব্যস্ততা মঞ্চের পারফর্ম নিয়ে। বর্তমানে কোনো কোনো স্টেজ শোতে পারফর্ম করতে দেখা যায় তাঁকে। বিশেষ করে বড় বড় অ্যাওয়ার্ড শোতে মেহজাবীনের পারফর্ম থাকেই। সর্বশেষ ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৫-এর মঞ্চে পারফর্ম করে আলো ছড়িয়েছেন এই অভিনেত্রী। নাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, নাচ তাঁর ভালো লাগে।
তবে মঞ্চে অভিনয়শিল্পীরা পারফরম্যান্সে আলো ছড়ালেও ঢাকার শোবিজে নাচের মেয়ে হৃদি শেখের রয়েছে আলাদা আবেদন। বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও ইনফ্লুয়েন্সারও তিনি। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক খ্যাতি পাওয়া এ তারকার ভক্ত রয়েছেন সারা বিশ্বে।
