BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জামাই বরণে প্রস্তুত শ্বশুড় বাড়ি


জানুয়ারি ২১, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সফরে এসে শ্বশুরবাড়িতেও ঘুরতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন তিনি। সেখানে এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করার কথা রয়েছে তার, বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো যান। ২১ বছর পর দ্বিতীয়বারের মতো সেখানে যাবেন তিনি।

স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের জন্য তারেক রহমান আগামীকাল রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। বিমানবন্দরের পাশে অবস্থিত পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তাঁর থাকার কথা রয়েছে। রাত ১০টার দিকে শ্বশুরবাড়ি যাবেন তিনি।

একই সূত্রের তথ্যানুযায়ী, সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের কিছু আত্মীয়স্বজন থাকেন। তাঁরা বাড়ির জামাইকে বরণ করতে প্রস্তুতি শেষ করেছেন। রাতের বেলা জামাইকে খাওয়ানোর প্রস্তুতিও তাঁরা নিয়ে রাখছেন। এ ছাড়া বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁদের বাড়ির প্রয়াতদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজনও রাখা হয়েছে।

সিলেট বিএনপির এক নেতা জানান, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। জুবাইদা রহমানের বাবা সাবেক নৌ-বাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীও ছিলেন তিনি।

তারেক রহমান যখন প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে যান, তখন সঙ্গে ছিলেন এখনকার সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি সেদিনের স্মৃতিচারণা করে বলেন, ‘সেবার ইলিয়াস ভাই (গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী) ও আমি উনার (তারেক রহমান) সঙ্গে ছিলাম। দীর্ঘ ২১ বছর পর তিনি আবার শ্বশুরবাড়িতে যাচ্ছেন। এতে দক্ষিণ সুরমা উপজেলাবাসী খুবই উচ্ছ্বসিত। তাঁরা সিলেটি দামান্দকে (জামাই) বরণ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ির মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তারেক রহমান নিজেই বলেছেন “বুধবার আমি সিলেট চলে যাবো। ইনশাআল্লাহ, পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করবো। কালকে বিকেলে আমি প্লেনে যাবো, আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিএনপির চেয়ারম্যান বলেন, গাড়ি আমরা যেগুলো ব্যবহার করবো, গাড়িগুলো সকালেই চলে যাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।