BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৫
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১


জানুয়ারি ২০, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের লাখাইয়ে সড়ক দূর্ঘটনায় এক যাত্রী নিহত ও সিএনজি চালক সহ চার জন আহত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) ভোরে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কের মোড়াকরি গ্রামের মদনপুর বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।

এ দূর্ঘটনায় প্রাণ হারান মোড়াকরি গ্রামের নুর মিয়ার ছেলে ছোয়াব মিয়া (৪৫)।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারী) ভোরে বুল্লা বাজার থেকে নাসিরনগরে মাছ নিয়ে যাওয়ার পথে ভোর ৬ টায় হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কের মোড়াকরি অংশে তিতাস ইট ভাটার পশ্চিমে ব্রীজের নিকট অটোরিকশা সিএনজি চালক পূর্ব বুল্লা গ্রামের আজদু মিয়ার ছেলে হাফিজুর রহমান (৩৫) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের দক্ষিণ পাশে খাদে পড়ে যায়।

স্হানীয়রা গুরুতর আহত ছোয়াব মিয়া কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোয়াব মিয়া কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিএনজি চালক হাফিজুর রহমানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে মর্মে হাসপাতাল সূত্রে জানা যায়।

অন্য আহতরা হলেন সুদেব দাসের ছেলে জুয়েল দাস (২১), শ্রীকুমার দাসের ছেলে পিপাস দাস (২২), বসুদেব দাসের ছেলে বাসুদেব দাস (৩২)। সড়ক দূর্ঘনার সংবাদ পেয়ে লাখাই থানার পুলিশের এসআই প্রনয় কুমার সরকার,এসআই বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে সিএনজি অটোরিকশা উদ্ধার ঘটনা স্থলে রয়েছে।

এ বিষয়ে লাখাই থানার (ওসি) মোঃ জাহিদুল হক জানান, সড়ক দূর্ঘনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠায়।যেহেতু নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ও আহতের ঘটনা ঘটেছে এবং নিহতের পরিবারের কোন অভিযোগ নাই সেহেতু নিহতের লাশ দাফন করতে আইনি কোন বাধা নেই।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।