BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪২
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন জাতিসত্তার অধিকারে পূর্ণাঙ্গ সাংবিধানিক মর্যাদা প্রয়োজন: প্রণব জ্যোতি পাল


জানুয়ারি ১৭, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেছেন, বিভিন্ন জাতিসত্তা, আদিবাসীদের অধিকারের স্বীকৃতি ও তা প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ণাঙ্গ সাংবিধানিক মর্যাদা প্রদানে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ৩৩নং ওয়ার্ডে মনিপুরী সম্প্রদায়ের সাথে উঠান বৈঠকে উপরোক্ত বক্তব্য রাখেন।

প্রণব জ্যোতি পাল বলেন, প্রতিটি নাগরিকের স্ব স্ব ধর্ম পালনের অধিকার নিশ্চিত, রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সমান মর্যাদা এবং তাদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

এসময় প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের অর্চিতা শর্মা, স্হানীয় নেতৃবৃন্দে মধ্যে বক্তব্য রাখেন ভাস্কর জহর সিংহ, মিতালী সিনহা, দিপালী সিনহা, দিদি সিংহ প্রমূখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।