বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ক্রিকেটাররা। তার পদত্যাগের দাবিতে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা মাঠে নামবেন না বলেও জানায় তারা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা অসহায় হয়ে এ অবস্থানে যেতে বাধ্য হয়েছি। আমরা খেলার বিপক্ষে নই। কিন্তু সব কিছুরই একটা সীমা আছে। সেই সীমা লঙ্ঘন করা হয়েছে। পুরো ক্রিকেট অঙ্গনকে অপমান করা হয়েছে।
মিঠুন অভিযোগ করে বলেন, উনি প্রতিটি সেক্টরকে অপমান করেছেন। ক্রিকেটের প্রতি তার কোনো সম্মান নেই। আইসিসি ট্রফি জয় থেকে শুরু করে বিশ্বকাপে খেলার মূল্য—কোনো কিছুরই মর্যাদা তার কথায় পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বলেন, সবাই খেলার জন্য প্রস্তুত। কেউ খেলার বিপক্ষে না। তবে আমাদের যৌক্তিক দাবি মেনে নিলে তবেই আমরা মাঠে নামব।
কোয়াব সভাপতি আরও জানান, বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের খেলায় ফেরাতে যোগাযোগ করা হচ্ছে। তবে আগের মতো সময়ক্ষেপণের কৌশল আর মানা হবে না।
