BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৮
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ের ১ লাখ টাকা জরিমানা


জানুয়ারি ১৪, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩টি মামলায় ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্বদেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

জানা যায়, পৌর এলাকার দাড়িপাতন গ্রামে অবৈধভাবে মাটি কেটে পুকুর ভরাটের অপরাধে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা, সরস্বতী নামক এলাকায় অবৈধভাবে মাটি কেটে নিজ জমি ভরাটের অপরাধে অপর আরেক ব্যাক্তিকে ৭৫ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে একটি হোটেলকে ১০ হাজার টাকাসহ ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।