BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪১
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ২৬


জানুয়ারি ৩, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে ৩৯ জন মনোনয়ন দাখিল করেছেন তাদের মধ্যে ২৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে আর ১৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর মনোনয়ন যাচাই-বাছাই করছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট,সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

যাচাই বাছাই শেষে তিনি জানান, নির্বাচন সুষ্ঠু অবাদ নিরপেক্ষ করার জন্য প্রতিটি উপজেলায় দুই জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেয়া হয়েছে, প্রতিটি নির্বাচনী আসনে এক জন করে অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেয়া হয়েছে। যাতে তিনি সার্বিক ভাবে তথ্যাবদান করতে পারনে।

তিনি আরও জানান,যদি কোন জায়গা যদি মনে হয় সুষ্ঠু পরিবেশ নাই কোনো প্রার্থী যদি মনে করে লেভেল প্লেয়িং ফিল্ড নাই তাহলে তা তাৎক্ষণিক চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কিছু প্রার্থী বিষয়ে অভিযোগ তোলেন কয়েকটি আসনের প্রার্থীরা অভিযোগ তুলেন সে বিষয়ে তিনি জানান, আমার সিদ্ধান্তের বাহিরে কোনো প্রার্থী আপিল করতে চাইলে তারা করতে পারেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।