BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৩
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ফেসবুকে ছবি-ভিডিও পোস্টের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ


জানুয়ারি ২, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে ফেসবুকে ছবি ও ভিডিও আপলোড করার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যাক্তির নিকট থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে।

জানা যায়, মাধবপুর পৌরসভার মো: আলমগীর নামে এক ব্যাক্তির নেতৃত্বে গড়ে উঠা চাঁদাবাজ চক্রের সদস্যরা মাধবপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যাবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে দাবি করে তাদের সাথে বিগত স্বৈরাচার সরকারের নেতাকর্মীদের ছবি আছে। এগুলো আপলোড করে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদেরকে পুলিশ দিয়ে গ্রেফতার করানো হবে। এসব ঘটনায় অনেকেই গোপনে টাকা পয়সা দিয়ে মিটমাট করে ফেলেন। ভুক্তভোগীদের বেশিরভাগ হিন্দু ব্যাবসায়ী হওয়ায় ভয়ে কাউকে কিছু বলেন না বলে জানা গেছে। সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রটির চাহিদামতো টাকা দিতে না পারলে ছবি বা ভিডিও মো: আলমগীরের ফেসবুকে পোস্ট করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মব সৃষ্টির অপচেষ্টা চালায়।

এ ব্যাপারে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাবসায়ী জানান, আলমগীর তার কাছে টাকা দাবি করে বলে টাকা না দিলে তোমার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের এক বড় নেতারা ছবি আছে, এই ছবি ফেসবুকে পোস্ট করব। তখন পুলিশ তোমাকে গ্রেফতার করবে। ওই ব্যাবসায়ী জানান এই আওয়ামী লীগ নেতা আমার আত্মীয়, তার সঙ্গে আমার ছবি থাকতেই পারে। আমি টাকা দিব না। এতে ক্ষিপ্ত হয়ে আলমগীর ওই আওয়ামী লীগ নেতার সাথে তার ছবি ফেসবুকে পোস্ট করে তাকে আওয়ামী লীগের দুসর লিখে প্রশাসনের নিকট গ্রেফতার দাবি জানায়। ওই ব্যাবসায়ী আরও জানান, আমার মতো অসংখ্য মানুষের নিকট থেকে আলমগীর ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেছে এবং অনেকেই ভয়ে চাঁদা দিয়েছে। বেশিরভাগ হিন্দু ব্যাবসায়ী হওয়ায় ভয়ে কাউকে কিছু বলেন না। শ্রীবাস সরকার নামে এক ব্যাবসায়ী জানান এই চাঁদাবাজ চক্রের সদস্য রনি আমার নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আলমগীর এআই প্রযুক্তি দিয়ে আমার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করে প্রশাসনের কাছে দাবি করেছে আমাকে গ্রেফতার করার জন্য। অথচ সেই আওয়ামী লীগের দুসর। বিগত স্বৈরাচার সরকারের মন্ত্রী মাহবুব আলীর সাথে তার ছবি আছে। শেখ শাহাআলম নামে আওয়ামী লীগের এক কর্মী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এড.মাহবুব আলীর সাথে আলমগীর এর ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন আমরা যদি আওয়ামী লীগের দুসর হই তাহলে এই আলমগীরও আওয়ামী লীগের দুসর। ১৮ সালে এড. মাহবুব আলীর হাত ধরে সে আওয়ামী লীগে যোগদান করে মন্ত্রীকে অনুরোধ করে দেখে রাখার জন্য। রাজনৈতিক পটপরিবর্তনের পরে সে এখন বিএনপিতে যাওয়ার চেষ্টা করছে। সে আরও দাবি করে আলমগীরের তিনটি চোরাই সিএনজি ও একটি চোরাই মোটরসাইকেল আছে।

নাম প্রকাশ না করার শর্তে মাধবপুর বাজারের এক হিন্দু ব্যাবসায়ী জানান, আলমগীর অনেক মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেছে। তার বাবা এখনো মাধবপুর গরু ছাগলের বাজারে ছাগলের দালালী করে সংসার চালায়। অথচ তার ছেলে আলমগীর বিএনপি পরিচয় দিয়ে চাঁদাবাজি করে সেই টাকা দিয়ে সন্ধ্যায় মাধবপুর পলিটেকনিক্যাল স্কুল এলাকায় গিয়ে ইয়াবা সেবন করে।

এব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য এমডি আলমগীর এর মোবাইল ফোন নাম্বারে বেশ কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।