BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩১
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার ইন্তেকালে তারকাদের শোক প্রকাশ


ডিসেম্বর ৩০, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

নীরব হয়ে গেল একটি অধ্যায়, থমকে গেল বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও অদম্য পথচলা। আপসহীন নেতৃত্ব, সংগ্রাম আর সাহসী উচ্চারণে যিনি যুগের পর যুগ দেশের রাজনীতিকে প্রভাবিত করেছেন—সেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে তার বিদায়ের খবরে স্তব্ধ হয়ে যায় জাতি। রাজনীতির মাঠের বাইরেও এই শোক ছুঁয়ে গেছে সংস্কৃতি ও বিনোদন অঙ্গনকে। ঢাকাই চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও নির্মাতারাও সামাজিকমাধ্যমে আবেগঘন বার্তায় স্মরণ করছেন এই প্রভাবশালী নেত্রীকে।

বেগম খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন তারকারা। চিত্রনায়িকা অপু বিশ্বাস তার শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহীয়সী নারীর প্রস্থান এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।

চিত্রনায়িকা শবনম বুবলী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরি খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন গভীর শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তিনি; তার নেতৃত্ব ও জনসেবা বাংলাদেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাত দান করুন।

নির্মাতা আশফাক নিপুন লেখেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য এবং হার না মানার এক অনন্য প্রতীক; এমনকি প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি দমে যাননি। এই জাতি আপনাকে সবসময় গর্বের সাথে মনে রাখবে।

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে তিনি জেল-জুলুম সহ্য করেছেন কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি, এ জন্যই তিনি ‘আপসহীন নেত্রী’। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান কখনো ভোলা সম্ভব নয়।

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। নির্মাতা রেদওয়ান রনি তার শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তার আদর্শ ও নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রভাবিত করেছে।

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এবং আশনা হাবিব ভাবনাও খালেদা জিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরবময় স্মৃতি স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। এ ছাড়া অভিনেতা আরশ খান, পিয়া জান্নাতুলসহ আরও অনেকেই শোক জানিয়েছেন।

উল্লেখ্য, এক দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে বেগম খালেদা জিয়ার প্রস্থান বাংলাদেশের ইতিহাসে রেখে গেল গভীর শূন্যতা। ফার্স্ট লেডি থেকে শুরু করে তিনবারের প্রধানমন্ত্রী—ক্ষমতা, কারাবরণ, অসুস্থতা ও সংগ্রামের ভেতর দিয়ে তার রাজনৈতিক জীবন ছিল বর্ণাঢ্য ও ঘটনাবহুল। তাকে ঘিরে ছিল বিতর্ক, আবার ছিল অনুগত সমর্থকদের অগাধ ভালোবাসা। আজ তিনি নেই, কিন্তু তার নেতৃত্ব, সাহসী অবস্থান ও বাংলাদেশের রাজনীতিতে নারীর ক্ষমতায়নের যে দৃষ্টান্ত তিনি রেখে গেলেন, তা ইতিহাসের পাতায় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।