BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ


ডিসেম্বর ২০, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : এর পরেই দামামা বাজবে দ্বাদশতম আসরের। বরাবরের মতো সশরীরে গ্যালারি থেকে সেই দামামা উপভোগ করার সুযোগ থাকছে এবারও। এ জন্য পকেটের কিছু টাকা খরচ করতে হবে।

সর্বনিম্ন কত টাকা খরচ করলে তারকা ক্রিকেটারদের পারফরম্যান্স দেখতে পাওয়া যাবে সেটাই আজ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএল। এক দিনে দুই ম্যাচ হবে। এক টিকিটে দুটি ম্যাচই দেখা যাবে।

তার জন্য দর্শক-সমর্থকদের সর্বনিম্ন ২০০ টাকা পকেট থেকে দিতে হবে। টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (২১ ডিসেম্বর) থেকে। www.gobcbticket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটতে হবে।

এক বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের বিপিএলের কোনো ম্যাচের টিকিট সরাসরি বুথে বিক্রি করা হবে না।

সর্বোচ্চ দাম ধরা হয়েছে ২০০০ টাকা। এই টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের চার ধাপের টিকিট। সেই চার ধাপ হচ্ছে—আপার ইস্ট, আপার ওয়েস্ট, লোয়ার ইস্ট ও লোয়ার ওয়েস্ট।
দ্বিতীয় সর্বোচ্চ দাম ধরা হয়েছে ক্লাব হাউসের জিরো ওয়েস্ট জোনের। এখানে বসে ম্যাচ দেখতে হলে ৬০০ টাকা খরচ করতে হবে।

ক্লাব হাউস আপারের দাম ধরা হয়েছে ৫০০। অন্যদিকে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের দাম নির্ধারণ করা হয়েছে ২৫০। আর সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে শহীদ তোরাব স্ট্যান্ড এবং গ্রিন গ্যালারি/গ্রিন হিল এরিয়ার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।