BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাসের ধাক্কায় শিশু নিহত


ডিসেম্বর ২০, ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিশ্বনাথে বাসের ধাক্কায় সাত বছর বয়সী রাহাত আহমদ নামে এক শিশু নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা গ্রামে সিরাজ মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহত রাহাত আহমদ (৭) বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশিরকাপন গ্রামের রাসেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাহাত একটি বাইসাইকেলে বিশ্বনাথ থেকে কারিকোনাস্থ তার পিতার দোকানে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি বাস (চট্টগ্রাম ব-১১১২৯৫) তার বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে রাহাত গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই আদালতের অনুমতিক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।