BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩২
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান


ডিসেম্বর ৪, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৬৪ জেলার পুলিশ সুপারদের মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেছেন, ‘নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে ৬৪ জেলার পুলিশকে। এটি সাধারণ নির্বাচন নয়, এটি গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। তাই শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ নির্বাচন। সেভাবেই দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে। এজন্য পুলিশকে ধাত্রীর মতো দায়িত্ব পালন করতে হবে।’

পুলিশ সুপার নিয়োগ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা দৈবচয়ন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না হয়। নিজের ওপর ছেড়ে দিলে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢুকে পড়ে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।