সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক ফ্রন্ট সহ-সভাপতি শহীদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, দপ্তর সম্পাদক মাহফুজ আহমদ, সংগ্রাম পরিষদের প্রচার সম্পাদক রণি আহমদ, সৈকত আহমদ, হোসাইন, মিজানুর রহমান, দুলাল হোসেন প্রমূখ।
কর্মীসভায় বক্তারা বলেন, ৫৪ বছর ধরে শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করেছিল, ২৪ এর অভ্যুত্থানের পরও দেশ পরিচালিত হচ্ছে বৈষম্যবিরোধী চেতনার বিপরীতে। একদিকে চলছে দূর্নীতি, দখল ও চাঁদাবাজি অন্যদিকে চট্টগ্রাম বন্দর ৩০ বছরের জন্য বিদেশি কোম্পানির কাছে কাছে ইজারা দেয়া হচ্ছে । বাংলাদেশের ব্যাংকের হিসেবেই ‘২৪সালের সেপ্টেম্বর থেকে ‘২৫ সালের জুন পর্যন্ত কোটিপতির সংখ্যা ১০হাজার থেকে দাড়িয়েছে ১লাখ ২৭ হাজার ৩৩৬ জন। পাশাপাশি নতুন করে ১কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এই সংখ্যা দাঁড়িয়েছে ৪কোটি ৬৮লাখ। যারা নিম্নবিত্ত তাদেরও নুন আনতে পান্তা ফুরায়।
বক্তারা, অবিলম্বে সরকারের প্রস্তাবিত খসড়া নীতিমালা দ্রুত কার্যকর করে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স, রুট পারমিট প্রদানের আহ্বান জানান। বক্তারা দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহন আটক, হয়রানি, ডাম্পিং বন্ধের এবং আটককৃত ব্যাটারি চালিত যানবাহন ছেড়ে দেওয়ার জানান।
