BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:০১
আজকের সর্বশেষ সবখবর

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক


ডিসেম্বর ১, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও উন্নতি ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, গতিশীলতা ও আদর্শিক নেতৃত্ব থাকলে যেকোনো জাতি প্রতিকূলতা অতিক্রম করে উন্নতির শিখরে পৌঁছাতে পারে। আফগানিস্তান তার জীবন্ত প্রমাণ। বাংলাদেশের আগামীর দিকনির্দেশনায় জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। গতকাল রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জামিয়া মাদানিয়া শেখবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মামুনুল হক বলেন, দুই দশক পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে আফগানিস্তান। সেখানে নেতৃত্ব দিচ্ছেন মোল্লারা, যা আমাদের সমাজের অনেকের ভুল ধারণা ভেঙে দিয়েছে। দেশে একটি আদর্শিক ও নৈতিক পরিবর্তন প্রয়োজন। এই জমিনে আরও একটি অভ্যুত্থান, আরও একটি বিপ্লব প্রয়োজন হবে ইসলামের জন্য, আল্লাহ্‌র জন্য।

সম্মেলনের সভাপতিত্ব করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর বরুণার পীর ও শেখবাড়ি মাদ্রাসার মুহতামিম মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী। বক্তব্য রাখেন- ভারত থেকে আগত আল্লামা হুসাইন আহমদ পালনপুরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, আল্লামা নুরুল ইসলাম খান, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা জুনাইদ আল হাবিব ও মাওলানা শেখ নূরে আলম হামিদীসহ দেশি-বিদেশি উলামায়ে কেরাম।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।