BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৬
আজকের সর্বশেষ সবখবর

নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৭ ক্রিকেটার


নভেম্বর ২৯, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : ফিক্সিংয়ে সম্পৃক্ততার সন্দেহে অন্তত সাত ক্রিকেটারকে এবারের বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দীন বাবু। ফলে আসন্ন বিপিএল মৌসুমে তারা অংশ নিতে পারছেন না।

শনিবার (২৯ নভেম্বর) দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিসিবি। সেখানেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়, সন্দেহভাজন এসব ক্রিকেটারের নাম নিলাম থেকে প্রত্যাহার করা হয়েছে।

কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর আগামীকাল রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিপিএল নিলাম।

প্রাথমিক খসড়া তালিকায় অভিযুক্ত ক্রিকেটারদের নাম থাকলেও দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের সুপারিশে তাদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। তার পরামর্শ অনুযায়ীই চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয় এই ক্রিকেটারদের।

উল্লেখ্য, গত আসরে ফিক্সিং নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। তিন সদস্যের ওই কমিটির প্রাথমিক প্রতিবেদনে মোট ১৮-১৯ জন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মাত্রায় ফিক্সিং-সংশ্লিষ্টতার সন্দেহ উঠে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।