ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার ন্যায় বিভাগের ৪ জেলায়ও লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) বদল করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী- ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে সিলেট, পুলিশ ব্যুরো অভ ইনভেস্টিগেশন (পিবিআই) মোহাম্মদ জাকির হোসেনকে সুনামগঞ্জ, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জ, ও নীলফামারির পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার পুলিশ সুপার পদে দায়িত্ব দেয়া হয়েছে।
অপরদিকে, সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানকে বদলি করা হয়েছে খুলনায়।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
