BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৯
আজকের সর্বশেষ সবখবর

বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে চারণের বিক্ষুব্ধ বন্ধন


নভেম্বর ২৪, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রথিতযশা বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার এবং দেশের বিভিন্ন স্থানে বাউল ও সূফি সাধকদের উপর সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা এবং রাষ্ট্রের নির্লিপ্ত দায়হীন আচরণের প্রতিবাদে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার উদ্যোগে সোমবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে “বিক্ষুব্ধ বন্ধন” অনুষ্ঠিত হয়।

চারণ সিলেট জেলার সভাপতি নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং কথাকলি সিলেটের সভাপতি শামছুল বাসিত শেরো, বাংলাদেশ বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় সভাপতি বিরহী কালা মিয়া, সাধারণ সম্পাদক বাউল সূর্যলাল দাস, দপ্তর সম্পাদক শীতন বাউল, বিশিষ্ট সাহিত্যানুরাগী সময়পাঠ এর সম্পাদক মনির হেলাল, নাট্যজন নীলাঞ্জন দাস টুকু, বাউল শিল্পী শাহিনূর আলম সরকার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের দপ্তর সম্পাদক কবি মেকদাদ মেঘ প্রমুখ।

বক্তারা বলেন বাউলরা এই মাটিতে বেড়ে উঠা এক অমূল্য সম্পদ। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বাউল গান সারা পৃথিবীতে বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করে। বাউলরা মানুষের ভেদাভেদ ভুলে প্রেম ও মানবতার কথা প্রচার করেন। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ কমাতে বাউলদের এই মত ও পথের গ্রহণযোগ্যতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে সমাদৃত। সম্প্রতি মাদারিপুরে বাউল শিল্পী আবুল সরকারকে চিহ্নিত মব সন্ত্রাসীদের ইন্ধনে গ্রেফতার করা হয়, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের উপর হামলা, মাজার-ধর্ম প্রতিষ্ঠান ও সূফি সাধকদের আখড়ায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এসব হামলার পেছনে যে বা যারা সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।