BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩০
আজকের সর্বশেষ সবখবর

৩ নৌকা ও ৭৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে কোস্ট গার্ড


নভেম্বর ১৮, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের ৩টি নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্ট গার্ড। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। আটক জেলেরা ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) অবৈধভাবে মাছ ধরছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।

খবরে বলা হয়েছে, গত ১৫ ও ১৬ নভেম্বর বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্তরেখা এলাকা থেকে বাংলাদেশি এসব নৌকা ও জেলেদের আটক করে ভারতের কোস্টগার্ড।

এ সময় বাংলাদেশের নৌকাগুলো ভারতের জলসীমায় মাছ ধরছিল বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আটক তিনটি নৌকা এবং জেলেদের পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এবং নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।