BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২১
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী হিউম্যান সাগর মারা গেছেন


নভেম্বর ১৮, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : ওড়িশার জনপ্রিয় কণ্ঠশিল্পী হিউম্যান সাগর মারা গেছেন। সোমবার (১৮ নভেম্বর) রাতে ওড়িশার এআইআইএমএস ভুবনেশ্বর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৫ বছর। খবর এনডিটিভির।

হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, গত ১৪ নভেম্বর হাসপাতালে ভর্তি হন হিউম্যান সাগর। তার দীর্ঘস্থায়ী লিভার ফেইলিউর, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন, মাল্টিপল অরগান ডিসফাংশন, শ্বাসযন্ত্রের সমস্যাসহ নানা রোগ শনাক্ত হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দক্ষ সবরকম আধুনিক চিকিৎসা দেওয়ার পরও সাড়া পাননি। সোমবার ১৭ নভেম্বর রাত ৯টা ৮ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

গায়কের মৃত্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি শোক প্রকাশ করে মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, বিখ্যাত প্লেব্যাক গায়ক হিউম্যান সাগরের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু আমাদের সংগীত ও চলচ্চিত্র জগতের জন্য অপূরণীয় ক্ষতি। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।

 ১৯৯০ সালের ২৫ নভেম্বর বোলানঙ্গির জেলার তিতিলাগড়ে জন্মগ্রহণ করেন হিউম্যান সাগর। বাবা ও দাদার কাছে সংগীতের হাতেখড়ি তার। সংগীতময় পরিবারে বেড়ে ওঠার কারণে ছোটবেলায়ই সংগীতের প্রতি আকৃষ্ট হন।

২০১২ সালে তরঙ্গ টিভির ‘ভয়েস অব ওড়িশা সিজন–টু’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে রাজ্যব্যাপী পরিচিতি লাভ করেন হিউম্যান সাগর। ২০১৫ সালে ‘ইশক তু হি তু’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে আর রাতারাতি তারকা বনে যান এই গায়ক।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।