স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপে ফিরল নরওয়ে। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মূল পর্বের টিকিট কাগজে-কলমে নিশ্চিত করল আর্লিং হালান্ডের দল। দুর্দান্ত ফর্মে থাকা এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের জোড়া গোলে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ৪-১ ব্যবধানে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে উড়িয়ে দিয়েছে তারা।
রোববার (১৬ নভেম্বর) রাতের ম্যাচে বরাবরের মতোই ফলের শুরুটা ইতালির নিয়ন্ত্রণেই ছিল। ম্যাচের ১১তম মিনিটে ফ্রান্সেস্কো এসপোসিতোর গোল ইতালিকে এগিয়ে দেয়।
বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে তাদের দরকার ছিল অস্বাভাবিক বড় ব্যবধানে জয়—কমপক্ষে নয় গোল! তাই শুরুর গোলটি আজ্জুরিদের সামনে খানিকটা আশা জাগিয়েছিল। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের রং। দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে অ্যান্টনিও নুস গোল করে সমতায় ফেরান নরওয়েকে। আর এরপর শুরু হয় নরওয়েজিয়ান লড়াইয়ের আসল গল্প।
মাত্র দুই মিনিটের ব্যবধানে—৭৮ ও ৭৯ মিনিটে—জোড়া গোল করেন আর্লিং হালান্ড। তার এই দুই গোলই নিশ্চিত করে দেয় নরওয়ের স্বপ্নযাত্রা। অতিরিক্ত যোগ করা সময়ে স্ট্রান্ড লারসেনের গোল নরওয়েকে উপহার দেয় ৪-১ ব্যবধানের দাপুটে জয়।
এতে বাছাইপর্বের ৮ ম্যাচে হালান্ডের গোলসংখ্যা দাঁড়াল ১৬—যা এক আসরের বাছাইপর্বে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও বটে।
গ্রুপ ‘আই’-এ ৮ ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে ২৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নরওয়ে। এই পথে তারা করেছে ৩৭ গোল।
অন্যদিকে দুই ম্যাচেই নরওয়ের কাছে হারায় ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা ইতালিকে নামতে হচ্ছে প্লে-অফে। পরপর দুই বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফ থেকে বিদায় নেওয়া ইতালি এবারও টানা তৃতীয়বার বিশ্বকাপের বাইরে চলে যাওয়ার শঙ্কায়।
