BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৩
আজকের সর্বশেষ সবখবর

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টামন্ডলী গঠন


নভেম্বর ১৬, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-২১৭৪) সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টামন্ডলী গঠন করা হয়েছে। সদ্য মনোনীত উপদেষ্টামন্ডলীর সদস্যদের আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে ইতোমধ্যেই ইউনিয়নের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ২৬নং ওয়ার্ডের সাধুরবাজারস্থ ইউনিয়নের বিভাগীয় কমিটির প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপদেষ্টামন্ডলীর সদস্যদের সংবর্ধনা ও পরিচয় করিয়ে দেয়া হয়।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ নবী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য মোঃ রাজ্জাক মিয়া ও মোঃ মখতাজিল আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ইউনিয়নের সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ ইমদাদ হোসেন এমদাদ, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক রোমান হোসেন, প্রচার সম্পাদক গোলাপ খান, লাইন সম্পাদক নুরুল হুদা রুবেল, নির্বাহী সম্পাদক বশির মিয়া, মজনু মিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত (১৮ অক্টোবর) বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করা হয়। নির্বাচনের পর পরই ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলী গঠন করার বিধান রয়েছে। বিধি অনুযায়ী সম্প্রতি ইউনিয়নের বিভাগীয় কমিটি এক সভায় মিলিত হয়ে সর্বসম্মতিক্রমে উপদেষ্টামন্ডলী গঠন করেন। এতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলীকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়। এছাড়া প্রবীণ শ্রমিক নেতা আব্দুল জলিল, রাজ্জাক মিয়া, মখতাজিল আলী, ফখরুল ইসলাম ও বাবলা আহমদ তালুকদারকে উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে রাখা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টামন্ডলীর সদস্যদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি তাদের হাতে পরিচয়পত্রও তুলে দেয়া হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।