বিডি সিলেট :- সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে। একই সঙ্গে জিয়াউর রহমান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৪ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে কোতোয়ালী মডেল থানার আম্বরখানা এলাকা থেকে সুনামগঞ্জগামী রাস্তায় জালালাবাদ পেট্রোল পাম্পের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার জিয়াউর রহমান করিমগঞ্জ উপজেলার সাদ্যরাশি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সাহিদ এবং মা আফিয়া বেগম।
উদ্ধার করা মোট ১৬টি মোবাইলের মধ্যে রয়েছে—Redmi ব্র্যান্ডের ৭টি, Oppo ব্র্যান্ডের ৪টি, Samsung-এর ২টি,Huawei-এর ১টি, Tecno Pop-এর ১টি,T-Mobile-এর ১টি,উদ্ধারকৃত ফোনগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা (মামলা নং-৩৪, ১৫/১১/২০২৫, ধারা ৩৭৯/৪১১/৩৪) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত জিয়াউর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
