BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৩
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ধ্বংস


নভেম্বর ১৬, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের  কোম্পানীগঞ্জে বিভিন্ন সময়ে অভিযানে চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল দশটায় কোম্পানীগঞ্জ থানা কম্পাউন্ডের মাঠে মাদকগুলো ধ্বংস করা হয়।

সিলেট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস হোসেন এবং ম্যাজিস্ট্রেট মো রুবেল মিয়ার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৪১০০ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ। ৩০ বোতল ফেনসিডিল ও ৭৭ হাজার শেখ নাসির উদ্দীন বিড়ি।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, যোগদানের পরপর বড় বড় কয়েকটি মাদকের চালান আটক করা হয়েছিল সেই মাদকের চালান এবং এর পূর্বেরও কিছু মাদক ও ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ধ্বংস করা হয়। সকালে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোম্পানীগঞ্জ থানা পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে তার সামনেই সকল মাদক ধ্বংস করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।