সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন,অসৎ নেতৃত্বের হাতে ৫৪ বছর রাষ্ট্র ক্ষমতা থাকার কারণে দেশের মানুষ কখনো শান্তি ও সুখে থাকতে পারেনি।আগামী নির্বাচনে যদি সৎ ও ন্যায় পরায়ণ নেতাদের হাতে দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতা তুলে দেন তাহলে এ দেশ থেকে চিরতরে সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল হবে এবং মানুষ শান্তি ও সুখে বসবাস করতে পারবে।তিনি আরো বলেন,দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্বের বিকল্প নেই।
শনিবার (১৫ নভেম্বর) রাতে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বরুণী গ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
ইউনিয়ন জামায়াতের সহ- সভাপতি ডাক্তার মনির মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল বশরের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম।
বক্তব্য রাখেন মাওলানা জাহেদুল ইসলাম,প্রবাসী আনোয়ারুল হক, দশঘর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি লুৎফর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি শহীদুল আযম, হাবিবুর রহমান,আব্দুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল গনি সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
